ভারতে ব্রিটিশ শাসনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব

Show Important Question


41) ১৮৮২ সনে কে শিক্ষা পদ্ধতির তদন্ত করার জন্য স্যার উইলিয়াম কমিশন নিয়োগ করেছিলেন
A) লর্ড রিপন
B) লর্ড লিটন
C) লর্ড মায়ো
D) এদের কেউ নয়

42) ১৮১৭ সনে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ কত সনে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়
A) ১৮৪৫
B) ১৮৫৩
C) ১৮৬৫
D) এগুলির কোনটি নয়

43) কোন কলেজ/বিশ্ববিদ্যালয় নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন?
A) স্কটিশচার্চ কলেজ
B) বিদ্যাসাগর কলেজ
C) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
D) কোনোটিই নয়

44) নিম্মে উল্লেখিত কোনটি প্রতিষ্ঠার বছর অনুযায়ী সঠিক নয়
A) সংস্কৃত কলেজ : ১৮২৩
B) রুরকী ইঞ্জিনিয়ারিং কলেজ : ১৮৪৯
C) প্রেসিডেন্সি কলেজ : ১৮৫৩
D) কলকাতা বিশ্ববিদ্যালয় : ১৮৬৫

45) কে বলেছিলেন রাজনৈতিক স্বাধীনতা একটি জাতির নিঃশ্বাসে প্রশ্বাসের মতন
A) বি.জি তিলক
B) অরবিন্দ ঘোষ
C) স্বামী বিবেকানন্দ
D) এদের কেউ নয়

46) জামসেদজী টাটা কতসনে টটা আয়রন এ্যান্ড ষ্টীল কোম্পানী (টিসকো) স্থাপন করেছিলেন
A) ১৯০৫
B) ১৯০৬
C) ১৯০৭
D) এগুলির কোনটি নয়

47) কোথায় ১৮৯১ সনে কৃত্রিম নীল উৎপাদন শুরু হওয়ার পর ভারতের নীল চাষ সংক্রান্ত বিষয়সমূহ বন্ধ হয়েছিল
A) ব্রিটেন
B) ফ্রান্স
C) জার্মানী
D) এগুলির কোনটি নয়

48) রাজা রামমোহন রায়ের জীবন বিষয়ে নিম্নের কোনটি সঠিক নয়
A) তিনি ব্রিটিশ শাসনের অধীনে কাজ করতেন
B) তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন
C) তিনি বেদের দর্শনের বিরুদ্ধে ছিলেন
D) তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে মারা যান

49) ১৯০৬ সনে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের প্রধান কে ছিলেন
A) স্যার আশুতোষ মুখার্জী
B) স্যার গুরু দাস ব্যাণার্জী
C) অরবিন্দ ঘোষ
D) এদের কেউ নয়

50) নিম্নে উল্লেখিত কোন বইটি স্বামী বিবেকানন্দ লেখেননি
A) রাজযোগ
B) জ্ঞানযোগ
C) পরিব্রাজক
D) ভারত পথিক

51) ব্রিটিশ শাসনের সময় ভারতে আমদানীর চেয়ে রপ্তানী বেশী হত, বাণিজ্য উদ্বৃত্ত কোথায় বিনিয়োগ করা হত
A) ভারত
B) ইংল্যান্ড
C) যুদ্ধ বিষয়
D) এগুলির কোনটি নয়

52) নিম্নে উল্লেখিত কোন বক্তব্যটি স্বামী বিবেকানন্দের নয়
A) জাগে, ওঠ এবং যতক্ষন না লক্ষ্যে পৌছাচ্ছে থেমো না
B) গতি হল জীবনের লক্ষণ
C) বেদে ফিরে আস
D) স্বাধীনতা কেবলমাত্র দৃঢ়তা এবং সাহসের দ্বারা অর্জন করা যায়

53) নিম্নে উল্লেখিত কোন প্রতিষ্ঠানটিকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী সর্বপ্রথম স্থাপন করেছিলেন
A) হিন্দু স্কুল
B) কলকাতার মাদ্রাসা
C) সংস্কৃত কলেজ
D) এগুলির কোনটি নয়

54) Who is called the prophet of New India? / আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?
A) Derozio/ ডিরোজিও
B) Mahatma gandhi/ মহাত্মা গান্ধী
C) Suredranath Banerjee/ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) Rammohan Roy/ রামমোহন রায়

55) জ্যোতিবা গোবিন্দ ফুলে কোথা থেকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব
A) পাঞ্জাব
B) মহারাষ্ট্র
C) পুনে
D) গুজরাট

56) The Prarthana Samaj was established by / 'প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠা করেন ?
A) Ram Mohun Roy/ রামমোহন রায়
B) Atmaram Pandnrang/ আত্মারাম পান্ডুরঙ্গ
C) M. G. Ranade/ এম.জি.রানাডে
D) Keshab Sen/ কেশব সেন

57) Who is the founder of the Central Hindu School at Benaras? / বারানসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে?
A) M. G. Ranade/ এম. জি. রানাডে
B) Keshab Chandra Sen/ কেশবচন্দ্র সেন
C) Mrs. Annie Besant/ শ্রীমতি অ্যানি বেসান্ত
D) G. H. Deshmukh/ জি. এইচ. দেশমুখ

58) Which one of the following is known as the ‘Magna-Carta’ of English Education in India ? / নিচের কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত?
A) Charter of Act of 1813/ চার্টার অ্যাক্ট, 1813
B) Indian Education Commission’s Report of 1882/ ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন, 1882
C) Indian Universities Act of 1904/ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট, 1904
D) Educational Despatch of 1854/ এডুকেশনাল ডেসপ্যাচ, 1854

59) Under whose Governor Generalship the Railways were introduced in India ? / কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় ?
A) Lord Wellesley/ লর্ড ওয়েলেসলী
B) Lord Cornwallis/ লর্ড কর্নওয়ালিশ
C) Lord Canning/ লর্ড ক্যানিং
D) Lord Dalhousie/ লর্ড ডালহৌসী

60) Who founded the Society for Promotion of National Feeling (1866)? / জাতীয় গৌরব সম্পাদনী সভা(১৮৬৬) কে প্রতিষ্ঠা করেন ?
A) Prince Dwarakanath/ প্রিন্স দ্বারকানাথ
B) Iswar Gupta/ ঈশ্বর গুপ্ত
C) Rajnarayan Bose/ রাজনারায়ণ বসু
D) Rabindranath/ রবীন্দ্রনাথ